Monday, January 17, 2022
Home বিনোদন ‘পিকে’র জন্য কতগুলো পান খেয়েছিলেন আমির?

‘পিকে’র জন্য কতগুলো পান খেয়েছিলেন আমির?

আ.জা. বিনোদন:

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তিনি অনস্ক্রিন অফস্ক্রিন দুই জায়গাতে নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করেন। আমির যে সিনেমায়ই কাজ করেন পুরোপুরিভাবে ওই চরিত্রের জন্য গভীরে চলে যান। সিনেমার প্রয়োজনে কখনো ওজন কমিয়েছেন, কখনো বাড়িয়েছেন। তার জনপ্রিয় সিনেমা ‘পিকে’তে তাকে দেখা যায় এলিয়েন চরিত্রে। তিনি এই ভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়। সিনেমাটি সাত বছর পূর্ণ করেছে। এ সিনেমার জন্য তাকে পানও খেতে হয়েছিল। শুনলে অবাক হবেন যে, তিনি দৈনিক ১০০টিরও বেশি পান খেয়েছিলেন।

জানা গেছে, এই নায়ক পান খেতে অতটা অভ্যস্ত না, তারপরও তাকে সিনেমার দৃশ্য ফুটিয়ে তোলার জন্য প্রচুর পরিমাণে পান খেতে হয়েছিল। আমির খান ভেবেছিলেন, প্রতিটি দৃশ্যের জন্য ৫০-৬০টি পান খেতে হতে পারে। কিন্তু ছবির পরিচালক আরও বেশি খেতে বলেন, না হয় যে রকম চাচ্ছিলেন সে রকমটি হবে না। এজন্য তাকে প্রতি দৃশ্যে ১০০’র বেশি পান খেতে হতো। পিকের সেটে একটি পানওয়ালা ছিল। প্রতিবার দৃশ্যের জন্য আমিরকে একটি তাজা পান খেতে হতো। এমনকি শুটিং শুরু করার আগে, মুখের ভেতরে এবং ঠোঁটে সঠিক রং পেতে কমপক্ষে ১০-১২টি পান খেয়েছেন আমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন চমক

আ.জা. বিনোদন: বিনোদনের সেরা মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। সেই চলচ্চিত্র জগতে বইতেছে এখন নির্বাচনী হাওয়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির...

শিল্পী সমিতির নির্বাচনে পরীমনির ভোট দিতে বাধা নেই

আ.জা. বিনোদন: হালের ক্রেজ পরীমনির বিরুদ্ধে মামলার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িক স্থগিত ঘোষণা করে।...

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা

আ.জা. বিনোদন: সম্প্রতি সাদিয়া জাহান প্রভা, ইমরানের সঙ্গে তার প্রেম করছেন- এমন গুঞ্জন ছড়ায় শোবিজপাড়ায়। এ বিষয়ে মুখ...

ঠোঙা তৈরি করে ২০ পয়সা পেতেন সঞ্জয়

আ.জা. বিনোদন: বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কারাগারে ঠাঁই পেয়েছিলেন। জেলে থাকার সময় তিনি...

Recent Comments