Friday, June 9, 2023
Homeজামালপুরপুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

পক্ষীমারী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ শ্রীপুরকুমারিয়া, জামালপুর সদর এর জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ ইং অনুযায়ী একজন করে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া (মহিলা) আবশ্যক। প্রার্থীগণ জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় পাস এবং বয়স সীমা অনূর্ধ্ব ৩৫ বছর। আগ্রহীদের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের, সনদের ফটোকপি (সত্যায়িত) ও অগ্রণী ব্যাংক, শাহবাজপুর শাখা, জামালপুর এর সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৮৩০০২৪৪ এর অনুকূলে ৫০০/- জমা পূর্বক জমার রশিদসহ আগামী ২৬/১২/২০২২ ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
প্রধান শিক্ষক,
মোবাইলঃ ০১৭১৭-৮১৫৩৩১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments