ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার পর ব্যাপক অভিযান চালিয়ে এক রাতে ৩৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) রাতভর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় এই অভিযান চালায় আখাউড়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, শুক্রবার মনিয়ন্দ এলাকায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা মাদক ব্যবসায়ীকে আটক করতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৪ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তবে ছুরিকাঘাত করা মাদক ব্যবসায়ী সেলিমকে এখনো আটক করা যায়নি। তাকে আটক করতে অভিযান চলমান রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধারে অভিযান চালায়। সেখানকার শিবনগর এলাকায় অভিযান পরিচালনাকালে সেলিম নামের এক মাদক ব্যবসায়ীকে ধরার সময় সে পুলিশের উপর হামলা চালায়।
এ সময় পুলিশ সদস্য খাইরুল ইসলামকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এতে তিনি মাথায় ও পেটে গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় পুলিশ সদস্য খায়রুলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।