Sunday, June 11, 2023
Homeবিনোদন‘পুষ্পা-২’তে নতুন কে যুক্ত হচ্ছেন?

‘পুষ্পা-২’তে নতুন কে যুক্ত হচ্ছেন?

গত বছর ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। তেলেগু ভাষার এই সিনেমা ৩৭৫ কোটি রুপির বেশি আয় করে। এছাড়া সিনেমাটির গানগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়।

এবার আসতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত সিনেমায় নাকি ঢুকছেন আরও একজন। কে তিনি? নবাগত তারকাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

করোনা মহামারিসহ বহু বাধা কাটিয়ে গত ১২ ডিসেম্বর থেকে পুরোদমে শুটিং শুরু হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’-এর। এবার অর্জুন-রাশমিকার মাঝে এসে পড়েছেন আরও এক নায়িকা। তার নাম অনসূয়া ভরদ্বাজ! হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং এরইমধ্যে শেষ।

সুকুমার পরিচালিত এই সিনেমাতেও পুষ্পা রাজের ভূমিকায় আছেন অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এবারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে।

আর পুলিশ অফিসার? তার উর্দি পরবেন ফাহাদ ফাসিল। কিন্তু অনসূয়াকে কোন ভূমিকায় দেখা যাবে তা এখনো জানা যায়নি। কানাঘুষা রয়েছে, কোনো এক আইটেম গানে তাকে দেখা যাবে, ঠিক যেমন প্রথম পর্বে দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। দেখা যাক শেষ পর্যন্ত কী চমক নিয়ে হাজির হন এতে যুক্ত হওয়া নতুন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments