Wednesday, March 29, 2023
Homeআন্তর্জাতিকপেট্রলের দাম বৃদ্ধির জন্য তাজমহলকে দায়ী করলেন ওয়াইসি, কিন্তু কেন

পেট্রলের দাম বৃদ্ধির জন্য তাজমহলকে দায়ী করলেন ওয়াইসি, কিন্তু কেন

ভারতের যেকোনও সমস্যার জন্য মুঘল শাসক এবং মুসলমানদের দায়ী করার চেষ্টার কটাক্ষ করেছেন দেশটির রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, ‘শাহজাহান যদি তাজমহল নির্মাণ না করতেন, তাহলে আজ প্রতি লিটার পেট্রলের দাম ৪০ রুপি হতো।’

হায়দরাবাদের এই সংসদ সদস্য দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন।


ভারতের সব সমস্যার দায় মুসলিম এবং মুঘল শাসকদের ওপর চাপানোর সমালোচনা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেশের তরুণ-তরুণীরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল প্রতি লিটার ১০২ রুপিতে বিক্রি হচ্ছে; আসলে এসবের জন্য আওরঙ্গজেব দায়ী, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি নন। প্রতি লিটার পেট্রল ১০৪ থেকে ১১৫ রুপিতে বিক্রি হচ্ছে। বেকারত্বের জন্য সম্রাট আকবর দায়ী।


এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের এই প্রেসিডেন্ট বলেছেন, ‘যদি তিনি তাজমহল নির্মাণ না করতেন, তাহলে আজ পেট্রল ৪০ রুপিতে বিক্রি হতো। প্রধানমন্ত্রী, আমি স্বীকার করি তিনি (শাহজাহান) তাজমহল এবং লাল কেল্লা নির্মাণ করে ভুল করেছেন। তার উচিত ছিল সেই টাকা সঞ্চয় করে ২০১৪ সালে মোদির কাছে হস্তান্তর করা। প্রত্যেকটি ইস্যুতে তারা বলেন, মুসলমানরা দায়ী, মুঘলরা দায়ী।’

তিনি বলেন, ‘শুধু মুঘলরা কি ভারত শাসন করেছেন? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি শুধু মুঘলদেরই দেখতে পায়। তারা এক চোখে মুঘল, অন্য চোখে পাকিস্তান দেখে।’


ওয়াইসি বলেন, মুঘল অথবা পাকিস্তানের সাথে ভারতের মুসলমানদের কোনও সম্পর্ক নেই। আমরা (মুহাম্মদ আলী) জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং এই বছর স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করব। এই দেশের ২০ কোটি মুসলমান এই সত্যের সাক্ষী যে, তাদের পূর্বপুরুষরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং ভারতে থেকে যান।

হায়দরাবাদের এই সংসদ সদস্য বলেছেন, ‘ভারত আমাদের প্রিয় দেশ। আমরা ভারত ছাড়ব না। আপনি যতই স্লোগান তুলুন এবং আমাদের চলে যেতে বলুন না কেন আমরা এখানেই বাঁচব এবং এখানেই মরব।’

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments