Saturday, April 1, 2023
Homeস্বাস্থ্যপোলিও নির্মূলের নতুন আশা দেখাচ্ছেন বাঙালি বিজ্ঞানি 

পোলিও নির্মূলের নতুন আশা দেখাচ্ছেন বাঙালি বিজ্ঞানি 

পোলিওকে পুরোপুরি নির্মূল করতে নতুন পথের সন্ধান দিলেন এক বাঙালি বিজ্ঞানি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের’ (আইসিএমআর) মুম্বাই ইউনিটের কর্মকর্তা শ্যামসুন্দর নন্দীর গবেষণাপত্রটি আন্তর্জাতিক প্রকাশনা, জার্নাল অব মেডিকেল ভাইরোলজিতে প্রকাশিত হয়েছে। 

সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সদর দপ্তরেও নিজের কাজের কথা তুলে ধরেছেন তিনি। 

শ্যামসুন্দর জানান, ২০১১ সালের ফেব্রুয়ারিতে ভারতে শেষ পোলিও সংক্রমণের ঘটনা সামনে এসেছিল। তারপরে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে ‘পোলিওমুক্ত’ ঘোষণা করে। তবে সম্প্রতি অন্য কয়েকটি দেশের পাশাপাশি কলকাতা, দিল্লি, জয়পুর, বেঙ্গালুরুতে পোলিও ভাইরাসের সন্ধান মিলেছে।  

একইসঙ্গে শ্যাম আরও দাবি করেন, জিনোম এডিটিং-এর অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে তৈরি তাঁর ‘সেল লাইন’ বিশ্বকে পোলিওমুক্ত করতে সহায়তা করবে। 

এর আগে ‘সিলিকোসিস’ নির্ণয়ের কিট আবিষ্কার করে প্রচারে আসেন শ্যামসুন্দর। তাঁর তৈরি করোনা নির্ণয়ের দু’টি কিটও ‘আইসিএমআর’-এর অনুমোদন পেয়েছে। 

তিনি আরও জানান, সম্প্রতি জেনেভায় নন-পোলিও অ্যান্টেরোভাইরাস নিয়ে কাজ হয়, এমন ১৪৬টি দেশের বিজ্ঞানীদের সামনে গবেষণাপত্রটি তুলে ধরেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই দেশগুলোতে তার কাজ পাঠানোর জন্য ‘আইসিএমআর’-এর সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলেও জানান শ্যামসুন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments