গত ১৮ জানুয়ারি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকায় প্রকাশিত “আন্তঃজেলা ট্রাক চোর ও ভূমিদস্যু লিটন শিকদারের খুঁটির জোর কোথায়” এবং গত ১৯ জানুয়ারী ঐ সহযোগী জাকিরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ” শিরোনামের সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উল্লেখ থাকে যে দীর্ঘদিন যাবত ভূমিদস্যু আফছার আলী আশু মিয়া ও কতিপয় সন্ত্রাসী ও ভাড়াটিয়া গন্ডারসহ আমার জায়গা ও বাড়িঘর দখলের পায়তারা করে আসিতেছে। প্রকাশ থাকে যে এদের পিছনে এক প্রভাবশালী নেতার হাত রয়েছে। তিনি পিছন থেকে কলকাটি নাড়ছেন এমনকি আমাকে অনবরত জীবন নাশের হুমকি দিয়ে আসছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ২০০৮ সনের আশু মিয়াকে বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করি। যার নং-৩৯১/২০১৮ সন অন্য। এছাড়াও বার বার আমার বিরুদ্ধে পত্রিকার মাধ্যমে মিথ্যা বানোয়াটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাকে সমাজের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তাই আমি আগেও তাদের তাদের বিরুদ্ধে একটি মানহানী মামলা করি। যা বর্তমানের বিচারাধীন। আমি একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচিত সহ-সভাপতি। সামনে সংগঠনটির নির্বাচন, নির্বাচনে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিরোধী চক্র এমন অপপ্রচার চালাচ্ছে। তাই আমি উক্ত মিথ্যা বানোয়াট ও ভত্তিহীন সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
লিটন শিকদার
সহ-সভাপতি
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন
রেজিঃনং-৩৬৪০
ফেরীঘাট, জামালপুর।