Friday, September 29, 2023
Homeজামালপুরপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩ এপ্রিল/২৩ইং তারিখে “দৈনিক অভিযোগ বার্তা”, ৮ এপ্রিল/২৩ইং তারিখে “খবর বাংলা” এবং ৫ এপ্রিল/২৩ইং তারিখে ৩৯৯ লাইন পোর্টাল দেশ যুগান্তরে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে রাজাকরের ছেলের ক্ষতার অপব্যবহারে অতিষ্ঠ জনগন। শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। একটি স্বার্থান্বেষী মহল আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সাংবাদিকের ভুল তথ্য দেয়ায় সংবাদটি প্রকাশিত হয়েছে বিধায় আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকুত ঘটনা হলো আমার শ্বশুর ও নানা দীর্ঘদিন যাবৎ বিরোধ চরে আসছিল। আমি আমার শ্বশুরকে সহযোগীতা করার জন্য এক আত্মীয় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ কারা সহ পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে। এছাড়া আমার বাবা একজন সম্ভ্রান্ত মুসলিম। রাজাকারের কোন তালিকায় তার কোন নাম নেই। এছাড়া জামালপুর পৌরসভাধীন দেউর পার চন্দ্রা ও রামনগর আমি আজ অবধি কোন কাজ করিনি তাই উক্ত মৌজা থেকে অনৈতিক স্বার্থের ব্যপারটি ভিত্তিহীন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য একটি কুচক্রী মহলের সহযোগীতায় সাংবাদিকরা উক্ত কুরুচীপূর্ণ সংবাদ প্রকাশ করে । আমার চাকুরীর সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকায় আমি উক্ত প্রকাশিত সংবাদরে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
রুহুল আমিন
সার্ভেয়ার
জোনাল সেটেলমেন্ট অফিস
জামালপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments