Thursday, July 25, 2024
Homeজামালপুরপ্রকাশিত সংবাদে প্রতিবাদ

প্রকাশিত সংবাদে প্রতিবাদ

গত ১৯ ফেব্র“য়ারি-২০২৪ সোমবার আজকের পত্রিকা, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের জামালপুরসহ কয়েকটি অনলাইন ও প্রিন্ট ভার্সনে প্রকাশিত এসএসসি পরীক্ষা শামিয়ানার নিচে শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ্য করা হয়েছে- পরীক্ষা কেন্দ্রের বাহিরে দুরমুঠ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বিলাশ সরকার বলেন, এই পরীক্ষা কেন্দ্র দায়িত্ব রয়েছেন। এটি নিয়ে খবর পরিবেশন করা যাবে না বলেও সর্তক করেন তিনি।উপরে উল্লেখিত কথাগুলো ভিত্তিহীন ও মিথ্যা। পরীক্ষা সংক্রাতে আমার কোন দায়িত্বে নাই। পরীক্ষা পরিচালনা দায়িত্ব হলো শিক্ষা প্রশাসনের। সাংবাদিকরা শামিয়ানা সম্পর্কে প্রশ্ন করলে আমি বলি এর উত্তর পাবেন কলাবাদা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট থেকে। আমি শুধু জনপ্রতিনিধি হিসেবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর বাহিরের পরিবেশ রাখতে সহযোগিতা করেছি। সাংবাদিকদের সাথে আমার কোন প্রকার খারাপ আচরণ, কথাবার্তা হয়নি। আমার সন্মানহানীর লক্ষ্যে একটি মহল সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি ছাপা হয়েছে । প্রকৃত পক্ষে পরীক্ষা কেন্দ্রে বাহিরে পরিবেশ নকল মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক হিসাবে ভুমিকা রেখেছি। আমাকে সম্পৃক্ত করে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করাই আমি দুঃখিত ও লজ্জিত। এ ধরনের মিথ্যা সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ কারী
বিলাশ সরকার
দুরমুঠ ইউপি ৭নং ওয়ার্ডের সদস্য।
মেলান্দহ, জামালপুর।

Most Popular

Recent Comments