নিজস্ব সংবাদদাতা:
জামালপুর পৌরবাসী প্রতি বছর গরমে ভয়াবহ পানি সঙ্কট দেখা দেয় পৌর এলাকায়। চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারে না পৌরসভা। পর্যাপ্ত পানি ওঠে না গভীর নলকূপেও। গতকাল সোমবার ২৬ এপ্রিল দুপুরে নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা। পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে মে মাসে মেগা প্রকল্প চালু করতে যাচ্ছে জামালপুর পৌরসভা।
১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি চালু হলে প্রতিদিন ২ লক্ষ ২০ হাজার লিটার পানি পৌঁছে যাবে পৌরবাসীর ঘরে। শহরের বগাবাইদ বোর্ডঘর মোড়ে এর স্থান নির্ধারণ করে। সে অনুযায়ী কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ওভারহেড ট্যাংক নির্মাণ কাজ পর্যায়ে রয়েছে।