Thursday, June 8, 2023
Homeখেলাধুলাপ্রতি ম্যাচেই ভারতকে চমকে দিচ্ছেন সূর্যকুমার

প্রতি ম্যাচেই ভারতকে চমকে দিচ্ছেন সূর্যকুমার

দুই দলই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে। শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। সেই ফাইনালে এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বিশাল এই জয় এসেছে সূর্যকুমার যাদবের অতিমানবীয় ইনিংসের জন্যেই। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। এমন ব্যাটিংই করেছেন তিনি, যার ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া রীতিমতো ‘সম্মোহিতই’ হয়ে গেছেন।

গতকাল শনিবার সিরিজের শেষ ম্যাচে ভারত দারুণ শুরুই পেয়েছিল। পাওয়ারপ্লেতেই তুলে ফেলেছিল অর্ধশত রান। এরপরই উইকেটে আসেন সূর্য। খেলেন ৫১ বলে ১১২ রানের ইনিংস। সেই ইনিংসে ভর করেই ভারত পায় ২২৮ রানের বিশাল এক সংগ্রহ। এরপর বোলাররা তাদের কাজটা সামলেছেন ঠিকঠাক, ভারত পেয়ে গেছে ৯১ রানের বিরাট এক জয়।

ম্যাচের পর প্রতিক্রিয়ায় ভারতের অধিনায়ক পান্ডিয়া বলেন, ’প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছে সূর্য। ব্যাটিংটা কত সহজ সেটা প্রত্যেক ম্যাচেই আমাদের বুঝিয়ে দিচ্ছে। যদি ওকে বল করতাম, নিঃসন্দেহে আমার কপালে অনেক দুঃখ অপেক্ষা করে থাকত। রাহুল ত্রিপাঠীর কথা আলাদা করে এক বার উল্লেখ করতে চাই। যখন বোলাররা সাহায্য পাচ্ছে, সেই সময়টা ভালই সামলে দিয়েছিল। বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।’

সূর্যকুমার আরও একটা কারণে সবার চেয়ে আলাদা। কী সেই কারণ? পান্ডিয়া বললেন, ‘সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভাল করে জানে।’

অধিনায়কের প্রশংসা পেয়েছেন অক্ষর পাটেলও, যার ঘরের মাঠ রাজকোটে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটা। গোটা সিরিজেই পরের দিকে নেমে দ্রুত রান তুলেছেন। দ্বিতীয় ম্যাচে তো দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। তাকে নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যে ভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments