Thursday, December 1, 2022
Homeরাজনীতিপ্রতীকী পশুর সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানির দেওয়ার আহ্বান

প্রতীকী পশুর সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানির দেওয়ার আহ্বান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, আমরা যেন প্রতীকী পশুর সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি। ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়।


শুক্রবার (৮ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

তিনি আরও বলেন, কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরি।


দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন এবং অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments