দেওয়ানগঞ্জ সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেলেন দেওয়ানগঞ্জে ১০০ ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়্যালের মাধ্যমে ঘর বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। রোববার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, আওয়ামীলীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির, পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।