Thursday, March 23, 2023
Homeদেশজুড়েজেলার খবরপ্রধানমন্ত্রীর নামে ২০ মণ ওজনের গরু কোরবানি দেবেন চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর নামে ২০ মণ ওজনের গরু কোরবানি দেবেন চেয়ারম্যান

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে ২০ মণ ওজনের একটি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন। এবার নিয়ে ৪র্থ বারের মতো তাদের নামে কোরবানির দিচ্ছেন তিনি।

নিজ খামারে লালন-পালন করে সবচেয়ে বড় গরুটি তাদের নামে কোরবানি দিয়ে গ্রামবাসীর মাঝে মাংস বিলিয়ে দেবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।


চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন বলেন, গত তিন বছর ধরে ঈদুল আজহার দিনে মাননীয় প্রধানমন্ত্রী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ভাইয়ের নামে পশু কোরবানি দিয়ে থাকি। এবার নিজ খামারে লালন-পালনকৃত সবচেয়ে বড় গরুটি বারাশিয়া গ্রামে কোরবানি দেওয়া হবে।

যে গরুটি কোরবানি দেওয়া হবে তার ওজন প্রায় ২০ মণ হবে। ঈদের দিন কোরবানি শেষে মাংস গ্রামবাসীর মাঝে বিলিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments