Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবরপ্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে আ.লীগ নেতার ইফতার পার্টি

প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে আ.লীগ নেতার ইফতার পার্টি

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই নির্দেশ অমান্য করে ঢাকার ধামরাইয়ে ইফতার মাহফিল আয়োজন করেছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ধামরাইয়ের পৌরসভার কার্যালয়ের ছাদে জাঁকজমকপূর্ণ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশ নেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দীন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এছাড়াও দলের প্রায় সকল স্তরের নেতাকর্মী ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রায় ৩০০ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দলের গুরুত্বপূর্ণ পদে থেকে গোলাম কবীর মোল্লা দলের শীর্ষ নেতার নির্দেশনা অমান্য করার বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ক্ষুব্ধ আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, তৃণমূল পর্যায়ে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ওই নির্দেশনা অমান্য করে গোলাম কবীর মোল্লা তার নিজস্ব নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে ইফতার মাহফিল করেছেন।

তবে এ ইফতারে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক অনুপস্থিত ছিলেন। রমজানের আগে তিনি ইফতার মাহফিলের ঘোষণা দিলেও প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর এ আয়োজন থেকে সরে আসেন তিনি।

এম এ মালেক বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুযায়ী আমরা কোনো আয়োজন করিনি। এরপরও দলের কেউ যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করেন, তাহলে তারা দলের বিরুদ্ধে কাজ করেছে। এটা দল দেখবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ বলেন, ওই আয়োজন পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। আওয়ামী লীগের নয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা বলেন, এ আয়োজন দলের নয়, পৌরসভার স্টাফরা করেছেন। রাজনৈতিক নেতারা সেখানে ছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব চেয়ারম্যানরা ছিলেন, আমরা রাজনীতি করি, রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষার বিষয়ে তিনি বলেন, এটা তো পৌরসভার স্টাফরা করেছেন। প্রধানমন্ত্রী দলের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments