Friday, March 31, 2023
Homeজামালপুরপ্রধানমন্ত্রীর সহায়তা চান প্রতিবন্ধী আতাহার

প্রধানমন্ত্রীর সহায়তা চান প্রতিবন্ধী আতাহার

নিজস্ব প্রতিনিধি: ছোট বেলা থেকেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী আতাহার হোসেন। শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে মোঃ ফরহাদ আলী পুত্র আতাহার হোসেন (৪০) তিন সন্তানের জনক। ছোট বেলায় টাইফুয়েড জ¦রে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুইটি পা, হেটে চলাফেরা করতে পারেন না। কিন্তু সংসারের ঘানি টানতে হচ্ছে তাকে। দুই মেয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে যাচ্ছে। একটি ছোট ছেলে রয়েছে। প্রতিদিন মানুষের দয়ায় যে অর্থ পান তা দিয়েই চলে তার অভাবের সংসার। বাবা একটি বাড়িতে গার্ড হিসেবে কর্মরত রয়েছে। তিনিই পারেন না ছেলেকে সহযোগিতা করতে। তাই আতাহার নিজের জীবন ও সংসারকে বাচিয়ে রাখতে প্রতিনিয়ত করে যাচ্ছেন জীবন যুদ্ধ। তিনি চান প্রধানমন্ত্রী সহ বিত্তবানদের সহায়তা। তার সহযোগিতায় তার সাথে যোগাযোগের জন্য ০১৯৬৩-৫০৮৭১৫ অথবা বিশেষ প্রয়োজনে ০১৭৫৩-৬৯২২০৬ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments