এম.এ রফিক: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পাড়পাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর স্ত্রী চাঁন ভানু প্রায় এক যুগ আগে চাঁন ভানুর স্বামী আব্দুল হাই মারা যায়। রেখে যান দুই কন্যা ও এক ছেলে। সংসারে অভাব অনটনে ভিটে বাড়ির অংশও বিক্রি করতে হয়েছে। আজ সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টে ছাপড়ি ঘরে জীবনযাপন করছেন তিনি। এ বিষয়ে চাঁন ভানু বলেন, আমি অন্যের বাড়িতে ঝি এর কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। থাকার জন্য নেই একটি ঘর। সন্তানরা আজ বড় হলেও তারা নেয় না আমার কোনো খোঁজ খবর। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন বসবাসের জন্য আমার একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেই সাথে জীবিকা নির্বাহের জন্য চাই সহযোগিতা। স্থানীয়রা বলেন, চাঁনভানু (মাজুর মা) দীর্ঘদিন যাবৎ মানুষের বাড়িতে বাড়িতে ঝি এর কাজ করে সন্তানদের বড় করেছেন। কিন্তু সন্তানরা এখন তার আর কোনো খোঁজ নেন না। প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ের ঘর একটি প্রয়োজন। তিনি একটি ঝুপড়ি ঘরে দীর্ঘদিন যাবৎ দিন যাপন করে আসছেন।