Monday, June 27, 2022
Homeবিনোদনপ্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার পোস্টার

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার পোস্টার

আ.জা. বিনোদন:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সইয়ের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন। চলচ্চিত্রটির পরিচালক মো. নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই ছবির পরিচালক হলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান স¤্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদ, প্রমুখ। এই আয়োজনে হেড অব অপারেশন্স, ইভেন্টস এবং ইয়ুথ ইনগেজমেন্ট হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী ম্যাক্সিম গোর্কি সাম্য কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments