Monday, June 14, 2021
Home জামালপুর প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে ভ্যান চালক শম্পার বাড়িতে ছুটে গেলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে ভ্যান চালক শম্পার বাড়িতে ছুটে গেলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে জামালপুরের শিশু শিক্ষার্থী ভ্যান চালক শম্পার খবর নিতে তার বাড়িতে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জেলা প্রশাসক জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় শিশু শম্পা’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টিতে এসেছে। শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি গ্রামের ভ্যান চালক শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দ্বিতীয় কন্যা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সোমবার সকালে তিনি শম্পা ও তার পরিবারের খোঁজ নিতে যান। শম্পার বাবার চিকিৎসা ও পরিবারটি স্বাবলম্বি করতে যা প্রয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী করা হবে। এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জেলা প্রশাসকের সাথে ছিলেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থী শম্পাকে ভ্যান না চালাতে নির্দেশ দেন।

১০ বছর বয়সের শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দুই কন্যার মধ্যে শম্পা ছোট। বড় কন্যার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। ভ্যান চালিয়ে সংসার চালাতেন ভাসানী। ৫ বছর আগে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক পা ভেঙ্গে গেছে। দীর্ঘদিন পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছেন। সবকিছু বিক্রী করে প্রায় ৭ লাখ টাকা খরচ করেও ভালো হয়নি তার পা। দেড় বছর ধরে ঘরে পরে আছেন তিনি। প্রতিদিন তার ওষুধ লাগে ১০০ থেকে ১৫০ টাকার। দেড় বছর আগে থেকে বাবার ওষুধের টাকা যোগাড় আর সংসারের হাল ধরতে ভ্যান চালানো শুরু করেন শিক্ষার্থী শম্পা। লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে চলে সংসার ও অসুস্থ বাবার চিকিৎসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

৬ দফার ভেতরেই নিহিত ছিল স্বাধীনতার এক দফা: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: ঐতিহাসিক ৬ দফার ভেতরেই স্বাধীনতার এক দফা নিহিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির...

স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে এসএসসি পরীক্ষা: শিক্ষাবোর্ড

আ.জা. ডেক্স: চলমান করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে...

১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

আ.জা. ডেক্স: চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে...

করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৯৭০

আ.জা. ডেক্স: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯...

Recent Comments