Sunday, June 11, 2023
Homeজামালপুরপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৫মে) বিকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ নূর আলোর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক  এস এম মেহেদী হাসানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি হাবিবুন নেছা শাহিন, শরিফুল আনসারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ-উদ-দৌলা অর্নব, বঙ্গবন্ধু পরিষদের সদস্য জাফর আলী ও অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দাতা, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments