নিজস্ব সংবদাদাতা: জামালপুর সদরের তিতপল্ল্যা ইউনিয়নের ৯৪নং পিন্ডার হাটী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্র ধরের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মামলা সূত্রে জানা যায়, এই মামলা বাদী গত ১৯/০৯/২০২২ ইং তারিখে অভিযোগের প্রেক্ষিতে জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) জামালপুরকে উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য প্রেরণ করেছেন। গোপন সূত্রে জানা যায়, বাদী অভিযোগ করার পর হতে বাদীকে একটি ক্ষমতাশীল মহল গুম ও খুনের হুমকি দিচ্ছে বলে জানা যায়। মামলা সূত্রে আরো জানা যায়, স্বপন কুমার সূত্র ধর ৫-৬টি মামলার তদবির করতে গিয়ে বিদ্যালয়ের কোন প্রকার ছুটি না নিয়েই আদালতে হাজিরা দেন। তাছাড়া ২৫৫/২০২০ অন্য প্রকার মামলা পরিচালনা করতে গিয়ে সে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত জামালপুর ৬৪৭১ নং একটি জাল দলিল দাখিল করেছে বলে জানা যায়। যেটি ভূয়াপুর সাব রেজিস্ট্রার অফিসের।