Thursday, June 8, 2023
Homeজাতীয়প্রবাসীদের বিমানবন্দরে ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি

প্রবাসীদের বিমানবন্দরে ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি

প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে আলাদা জোন করে তাদের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে গণ্য করে সেবা দেওয়ার দাবি তুলেছেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. মাহবুব কবীর মিলন।

সোমবার (১ আগস্ট) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি তুলেন।


ফেসবুক স্ট্যাটাসে মিলন বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনালে সম্পূর্ণ আলাদা প্রবাসী জোন বা এলাকা করে সেখানে তাদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রিট করার ব্যবস্থা করা হোক।’

‘দেশের ব্যাংকে তাদের টাকা আসলে বিনা প্রশ্নে খুব দ্রুত টাকা বিলি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রবাস থেকে যেকোনো পরিমাণ টাকা যেন ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারে, প্রয়োজনে আমাদের ব্যাংকের শাখা বা বুথ সেখানে স্থাপনের ব্যবস্থা করা হোক’ যোগ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘গত একমাসে প্রবাসীরা প্রায় দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। তারাই আমাদের আসল ভিআইপি। তাদের কারণেই শান্তিতে ঘুমাতে পারছি আমরা। এই বিপদে আমাদের প্রবাসী ভাই-বোনেরাই আমাদের পাশে আছেন এবং থাকবেন। আল্লাহ তাদের হেফাজত এবং সর্বাঙ্গীণ মঙ্গল করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments