আ. জা. আন্তর্জাতিক:
ফেসবুকের মাধ্যমে চীনের বাইরে থাকা উইঘুর স¤প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করতে চীনা হ্যাকাররা চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে ফেসবুক। তবে ফেসবুক জানায়, হ্যাকারদের এসব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। খবর বিবিসির।ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এসব হ্যাকাররা ক্ষতিকর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সাংবাদিক ও কর্মীদের ডিভাইসে অনুপ্রবেশ ও দূর থেকে নজরদারি করতে চেয়েছিল।এসব সাইবার হামলার অধিকাংশই সরাসরি ফেসবুকে ঘটেনি তবে ক্ষতিকর ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে ফেসবুক ব্যবহার করা হয়েছিল। উইঘুররা চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের অধিবাসী। হ্যাকারদের লক্ষ্যবস্তু যেসব উইঘুর ছিলেন তারা তুরস্ক, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাস করছেন।ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্তের প্রধান মাইক ডিভিলিয়ান্সকি ও নিরাপত্তা নীতিমালার প্রধান নাথানিয়েল গেøইশার এক বøগ পোস্টে বলেন, ‘এই ক্রিয়াকলাপের জন্য শক্তিশালী পূর্বপরিকল্পনা ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার ছাপ রয়েছে। তবে এর পেছনে কারা রয়েছে তা অস্পষ্ট।’ফেসবুক জানায়, তারা একশ এর কিছু কম অ্যাকাউন্ট বাতিল করেছে। এসব অ্যাকাউন্ট আর্থ এমপুসা বা এভিল আই নামে একটি গোষ্ঠীর হ্যাকারদের দ্বারা পরিচালিত হত বলে প্রমাণ পেয়েছে ফেসবুক।