Sunday, January 23, 2022
Home বিনোদন প্রযোজক আমার জামা টেনে খুলে ফেলে: উরফি

প্রযোজক আমার জামা টেনে খুলে ফেলে: উরফি

আ.জা. বিনোদন:

আবার খবরের শিরোনামে ভারতীয় নায়িকা উরফি জাভেদ। ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করার পর থেকে নানা কারণে তাকে নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছে। এবার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন উরফি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, একবার তাকে একটি ছবিতে সমকামী দৃশ্যে অভিনয় করার জন্য জোর করা হয়। প্রযোজককে অনেক অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি বলেন, ‘‘একটা সমকামী দৃশ্যের শ্যুট করার জন্য আমাকে জোর করা হয়। আমি বিছানায় বসে কেঁদেছিলাম। অনেক অনুরোধ জানানো সত্তে¡ও ওরা আমার কথা শোনেননি। আমি জানিয়েছিলাম, এমন দৃশ্যে আমি শ্যুট করতে পারব না, মাপ করবেন। কিন্তু প্রযোজক আমাকে বলতে থাকেন, ছবিতে সই যখন করেছি, তখন এই শ্যুট করতেই হবে আমাকে। নাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’ পাশাপাশি উরফি আরও বলেন, ‘‘নারী প্রযোজক নিজে এসেই এই শ্যুটের জন্য আমার জামা খুলে নেন। আমি অনেকবার বলেছিলাম এমনটা না করতে। আমি তখন শুধু ব্রা পরে ছিলাম। আর আমার সঙ্গে থাকা অন্য মেয়েটিকেও তার অন্তর্বাস খুলে ফেলতে বলা হয়। স¤প্রতি দ্য মুম্বই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের মঞ্চে উরফির পরনে যে জ্যাকেটের মতো টপ ছিল তা সামনের দিক থেকে অনেকখানি খোলা ছিল। নেটিজেনরা কেউ কেউ বলছেন, ‘এমন খোলা পোশাক কে পরে?’ কেউ আবার লিখেছেন, ‘এদের কোনও কাণ্ডজ্ঞান নেই! যা খুশি পরলেই হল’। কয়েক দিন আগেই প্রায় শরীরের সবটুকু অংশ খোলা রেখে তিনি চলে গিয়েছিলেন শপিংমলে। সেখানে ওই পোশাকে উরফিকে দেখে হতবাক সকলেই। মোবাইল নিয়ে অনেকে ছবি তুলতে চলে আসেন। উরফি অবশ্য কাউকেই নিরাশ করেননি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

দেওয়ানগঞ্জে মোবাইল কোর্টে বিভিন্ন মামলায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে এক অভিযান পরিচালনা করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার...

জামালপুরে সিডস প্রকল্পের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন(সিডস)’ প্রকল্পের আওতায় চাইল্ড ক্লাব শিক্ষকদের ৫ দিনব্যপী বুনিয়াদী...

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর পরিবার ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় পরিবার ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।...

রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মহিলা এমপি হোসনে আরা

ওসমান হারুনী: জামালপুর ও শেরপুর আসনের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের গায়ে কম্বল...

Recent Comments