Sunday, October 1, 2023
Homeশিক্ষাপ্রাক-প্রাথমিক শিক্ষকদের উৎসব-শিক্ষা ভাতা নিয়ে জটিলতা

প্রাক-প্রাথমিক শিক্ষকদের উৎসব-শিক্ষা ভাতা নিয়ে জটিলতা

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় নিয়োগ পাওয়া প্রাক-প্রাথমিক শিক্ষকদের উৎসব ও শিক্ষা ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ২০২০ সালে শিক্ষকরা যোগদান করলেও এখন পর্যন্ত উৎসব ভাতা ও শিক্ষা ভাতা পাননি। শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঈদের ১৭ দিন‌ আগে তথ্য সংগ্রহে মাঠে নেমেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তথ্য সংগ্রহ করে ঈদের আগে আদৌ‌ এ ভাতা দিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষকরা‌।

গত সোমবার (৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। এতে প্রত্যেক জেলায় সদ্য যোগ দেওয়া শিক্ষক সংখ্যা, গত ঈদুল আযহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতা প্রাপ্ত শিক্ষকদের প্রকৃত সংখ্যাসহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগ করা সহকারী শিক্ষকদের নির্ধারিত সময়ে যথাযথ উৎসব ভাতা ও শিক্ষা ভাতা বরাদ্দের‌ জন্য ওপরের তথ্যগুলো প্রয়োজন। নিয়োগ‌ পাওয়া  সহকারী শিক্ষকদের মধ্যে চলতি অর্থবছরে শুধুমাত্র ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল আযহার উৎসব ভাতা প্রাপ্য হবে। একইসঙ্গে শিক্ষা ভাতা প্রাপ্য শিক্ষকদের তথ্যও প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন সব উপজেলা শিক্ষা অফিসারের কাছে ছক আকারে তথ্যগুলো আগামী ১০ এপ্রিলের মধ্যে উপজেলাভিত্তিক তথ্য sayeeda.irany05@gmail.com ই-মেইল পাঠাতে হবে। 

শিক্ষকদের অভিযোগ, নতুন যোগদান করা শিক্ষকরা গত বছরও উৎসব ও শিক্ষা ভাতা কিছু পাননি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা এবং অধিদপ্তরকে জানানো হলেও কোনো আগ্রহ দেখানো হয়নি। ১৬ দিন পর ঈদ। এখন শেষ মুহূর্তে এসে তথ্য সংগ্রহের মাঠে নেমেছে।‌ যা তামাশা ছাড়া আর কিছুই না। 

শিক্ষকরা জানান, শেষ সময়ে এসে এ ধরনের তথ্য সংগ্রহ করে আদৌ উৎসব ভাতা দিতেন পারবে না। ঈদের আগে এ ভাতা না পেলে পরে তা পাওয়ায় নজির নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments