Sunday, September 24, 2023
Homeআন্তর্জাতিকপ্রাণ হারালেন ইউক্রেনের সেই ‘বিশ্বাসঘাতক’ পুলিশ কর্মকর্তা

প্রাণ হারালেন ইউক্রেনের সেই ‘বিশ্বাসঘাতক’ পুলিশ কর্মকর্তা

ইউক্রেনের জাপোরিঝিয়া প্রদেশের মেলিতোপোল শহরের পুলিশ প্রধান ওলেক্সান্ডার মিশচেঙ্কো বোমা হামলায় প্রাণ হারিয়েছেন।

মেলিতোপোল শহরটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। গত বছর যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরই শহরটির দখল নেন রুশ সেনারা।

রাশিয়া ইউক্রেনে হামলা করার আগেও মেলিতোপোলের পুলিশ প্রধান ছিলেন ওলেক্সান্ডার মিশচেঙ্কো। এরপর রুশ সেনারা যখন শহরটি দখল করে তখন রাশিয়ার প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। এ কারণে ইউক্রেনে তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে দেখা হতো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গাড়ি বোমা হামলায় নিহত হন ওলেক্সান্ডার। তিনি নিজ বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বোমা বিস্ফোরিত হয়।

গত বছরের অক্টোবরে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াসহ ইউক্রেনের চারটি অঞ্চলকে অধিগ্রহণ করে ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এখনো এ চারটি অঞ্চলের কোনোটিরই পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া।

মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদেরোভ দাবি করেছেন, পুলিশ প্রধান ওলেক্সান্ডার মিশচেঙ্কো শুধুমাত্র নিজেই ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি অন্য পুলিশ সদস্যদেরও বিশ্বাসঘাতকতা করতে উদ্বুদ্ধ করতেন।

ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ইউক্রেনীয় প্রাভাদা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে একটি ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি এই হামলা চালিয়েছেন। ওই ব্যক্তি হুমকির সুরে আরও বলেন, যারাই ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন তাদের এই একই পরিণতি ভোগ করতে হবে।

রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলোতে গত কয়েকদিন ধরে গুপ্ত হামলার পরিমাণ বেড়েছে। যেসব সরকারি কর্মকর্তারা রুশ বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন তাদের টার্গেট করে হত্যার একাধিক ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments