Thursday, March 23, 2023
Homeজামালপুরপ্রিয় নবী (সা:) কে কটূক্তির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রিয় নবী (সা:) কে কটূক্তির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি’র দুই নেতা কর্তৃক কটূক্তি ও অবমাননার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন বুধবার বেলা ১১ টায় সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেন এবং তাদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি সাইফুল ইসলাম ভাটির সভাপতিত্বে এসময় সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, আহমেদ সায়েম, রাশেদুল ইসলাম রাশেদী, খাইরুল ইসলাম, সায়েম হাসান, আমিনুল ইসলাম , সাদ্দাম হোসেন রোমান সহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সংক্ষুব্ধরা বকশীগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments