Sunday, May 28, 2023
Homeখেলাধুলাপ্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা

প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন সিসান্দা মাগালা। তবে তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস ঘোষিত ১৬ সদস্যের দলে নেই। মূলত বোর্ডের নির্বাচকরা তাকে টি-টোয়েন্টি ক্রিকেটেই টাইছে।

এদিকে অধিনায়ক টেম্বা বাভুমা ছাড়া স্কোয়াডের সবাই এসএ টোয়েন্টির সাথে জড়িত। পেসার সিসান্দা মাগালা ফিরেছেন এক বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে। বর্তমানে এসএ২০ লিগের রান-স্কোরারদের তালিকায় ব্রেভিস তিন নম্বরে। আগামী মার্চে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে বিবেচনা করা হবে।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি এবং রাসি ভ্যান ডার ডুসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments