আ.জা. আন্তর্জাতিক:
ইসরায়েলে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু। কিন্তু বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি এবং শরিক দলগুলো মোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, বিরোধী দলগুলো ৬০টি আসন পেতে যাচ্ছে বলে বুথফেরত জরিপে উঠে এসেছে। ফলে জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির সঙ্গে জোট গঠন করেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না লিকুদ পার্টি। বুধবার ভোট গণনা শেষ হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের নির্বাচন কমিশন। রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত দুই বছরে চারবার নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে।