নেত্রকোণার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে বুনেশ রিছিল নামে এক আদিবাসী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বুনেশ রিছিল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভারত সীমান্তের ওপার থেকে দুর্গাপুরের বিজয়পুর জিরো পয়েন্টে ৩০-৪০টির মতো বন্য হাতির দল প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ফসল রক্ষার জন্য একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়াতে বের হয়। এ সময় হাতির আক্রমণে আহত হন বৃদ্ধ বুনেশ রিছিল। পরে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শেষকৃত্যের জন্য নগদ সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হবে।