Sunday, October 1, 2023
Homeবিনোদন‘ফারাজ’ চলচ্চিত্র প্রদর্শনে বিরত থাকার নির্দেশ

‘ফারাজ’ চলচ্চিত্র প্রদর্শনে বিরত থাকার নির্দেশ

ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

সোমবার (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের ধারাবাহিকতায় রিট পিটিশন নম্বর-১৮৮৯/২০২৩ এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলে ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়, নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতে নির্মিত ‘ফারাজ’ সিনেমাটি বাংলাদেশের সব অনলাইন পোর্টাল, ই-পত্রিকা, পত্রিকার অনলাইন ভার্সন ও টেলিভিশনের অনলাইন পোর্টালগুলোসহ সব অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শন না করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তার শাহেনুর মিয়া ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে অনেক অনলাইন পত্রিকা এবং টেলিভিশনের ওয়েবসাইটে ভিডিও কন্টেট প্রচার করা হয়। সব অনলাইন সাইটগুলোকেও এই কন্টেন্টি (ফারাজ সিনেমা) প্রচারের জন্য নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments