আ.জা. আন্তর্জাতিক:
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে করা মিছিলে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন ৩শ ৭০ এর বেশি ফিলিস্তিনি নাগরিক। যাদের মধ্যে অন্তত ৩১ জনের উপর সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জুম্মার নামায শেষে বিক্ষোভ ও মিছিল করেন ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইটা এলাকায় বিক্ষোভ দমাতে আগ্নেয়াস্ত্র ও স্টিলের বুলেট ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। এ সময় ড্রোনের সাহায্যে ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল লিংক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই নির্যাতনকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছেন। জেনেভায় এক সম্মেলনে দেশটির মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক স¤প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান তিনি।