Thursday, September 28, 2023
Homeজামালপুরফুলের মতো ফোটে উঠার অঙ্গীকার নিয়ে জামালপুরে এপির শিশু সমাবেশ

ফুলের মতো ফোটে উঠার অঙ্গীকার নিয়ে জামালপুরে এপির শিশু সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : আমরাও ফুলের মতো ফুটবো, চারিদিকে ঘ্রাণ ছড়াবো, বড় হয়ে পরিবার ও সমাজকে আলোকিত করবো এসব স্বপ্নের কথা নিয়ে বুধবার দেড় শতাধীক শিশু সমবেত হয় উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে।
সুস্থধারার বিনোদন ও সংস্কৃতি চর্চা এবং স্বপ্ন দেখা, স্বপ্ন রচনা শেষে স্বপ্নের সফল বাস্তবায়ন কৌশল শিখানোসহ শিশুর সর্বোত্তম সুরক্ষার অঙ্গীকার নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস সামনে রেখে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে শিশু সমাবেশের আয়োজন করা হয়।
দিনব্যপী আয়োজনে শিশুরা চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, বক্তৃতাসহ নানা ধরণের আনন্দঘন পরিবেশ ও শিশুদের কোলাহলে মূখর হয়ে উঠে চাইল্ড সিটির সবুজ প্রাঙ্গন। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়ে বাউল গান গেয়ে বাড়তি আনন্দ দেন জামালপুরের প্রখ্যাত বাউল শিল্পী লুৎফর রহমান।
অনুষ্ঠান উপভোগ করতে শিশুদের সাথে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আব্দুল্লাহ আবু সাফি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারি ইভা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সঞ্চালনা করেন এপি ব্যবস্থাপক মিনারা পারভীন।
জানা যায় জামালপুর এপির আওতায় কর্মএলাকার শিশু ফোরামের ৩৯০ জন এবং নিবন্ধিত শিশু এক হাজার ৫২৫ জন শিশু নিয়ে ১৪ ও ১৫ মার্চে শিশু সমাবেশের আয়োজন করা হয়।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মাঝে ‘ আমার জীবন, আমার সময়, আমার স্বপ্ন’ ডায়েরি বিতরণ করা হয়। অতিথিদের পক্ষে জাগরণমূলক বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments