নিজস্ব সংবাদদাতা ; আত্ম মানবতার সেবায় ফেনী ও নোয়াখালী বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন জামালপুর। গত ২৬ আগষ্ট বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দূর্গত মানুষের সাহার্য্যে ৯০০প্যাকেট ত্রান নিয়ে ছুটে গেছেন ফেনী ও নোয়াখালীতে । ত্রাণ বিতরন সহ অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে । স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি সামিউল ইসলাম জানান, গত ২৬আগষ্ট ৯শ প্যাকেট ত্রান নিয়ে ৮জন করে সদস্য নিয়ে তিনটি ভাগে মোট ২৪জনের একটি স্বেচ্ছা সেবী টিম ফেনীর দাগন ভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নে যান । সেখানে তারা ৬শ প্যাকেট ত্রাণ বিতরন করেন । বাকী ৩শ প্যাকেট ত্রাণ তারা নোয়াখালী বন্যা দূর্গত এলাকায় বিতরন করেন। সামিউল ইসলাম আরো জানান, ত্রাণের মধ্যে ছিল চাল,ডাল,মুড়ি, চিড়া,গুড়, বিস্কুট ,খাবার স্যালাইন,মোমবাতি,স্যানেটানী প্যাড ও সুপেয় পানি। এ সময় বন্যা দূর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেন বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইব্রাহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সায়ফন্ত ফারদিন সানবি, পিয়াল হাসান, বাধঁন, রাব্বি, আয়শা সিদ্দিকা লিপি, দিপঙ্কর চন্দ্র মন্ডল প্রমুখ। স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রাকৃতিক দূর্যোগে এর আগেও মানুষের পাশে দাড়িয়েছে কাজ করছে তাদের নিয়ে। নতুন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে তারা কাজ করতে চায়। পাশাপাশি দেশের চলমান দূর্যোগে দেশের বিত্তবান এগিয়ে আসার আহবান জানান।
Related Posts
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জামালপুরে অবহিতকরণ সভা
- AJ Desk
- April 27, 2024
নিজস্ব সংবাদদাতা : একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিটি নাগরিক শেষ বয়সে নিজের […]
জামালপুরে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ
- AJ Desk
- November 27, 2024
আসমাউল আসিফ : জামালপুরে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। […]
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থীর গণসংযোগ
- AJ Desk
- February 19, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আগামি ৯ মার্চ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া প্রচারণায় ব্যস্ত […]