Sunday, September 24, 2023
Homeআন্তর্জাতিকফের ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, হাতহত অনেকে

ফের ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, হাতহত অনেকে

আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরের এ হামলার ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। জানা গেছে, রুশ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। 

শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।এদিকে, নিহত আটজনের মধ্যে দিনিপ্রো শহরের এক নারী ও তার তিন বছর বয়সি ছেলে নিহত রয়েছে। এছাড়া ইউক্রেনের ওমান শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বাকি তিনজনের কোনো তথ্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments