Tuesday, November 29, 2022
Homeবিনোদনফের একসঙ্গে প্রসেনজিৎ ও রচনা

ফের একসঙ্গে প্রসেনজিৎ ও রচনা

নম্বইয়ের দশকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি। একসঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে বেশ অনেকদিনই পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার তারা ফিরছেন ছোটপর্দায়। জি বাংলার অফিসিয়াল পেজ থেকে লাইভে এসে সেই সুসংবাদই জানান দুই তারকা।

রচনা ব্যানার্জির জনপ্রিয় শো দিদি নম্বর ১-এর একটি এপিসোডে একসঙ্গে দেখা যাবে তাদের। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি আয় খুকু আয়। শৌভিক কুন্ডুর ছবিতে বাবা-মেয়ের ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। সেই ছবির প্রচারেই দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গত সোমবার (৬ জুন) সেই পর্বের শুটিং চলছিল। এরই মাঝে দিদি নম্বর ওয়ানের সেট থেকে লাইভে আসেন প্রসেনজিৎ ও রচনা। ছবির প্রচার তো রয়েছেই, এছাড়াও বিশেষ এই পর্বে উঠে আসবে রচনা ও প্রসেনজিতের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা, তাদের একসঙ্গে অভিনীত ছবির অভিজ্ঞতার কথাও।

তবে এই পর্বের বিশেষ চমক হতে চলেছে একসঙ্গে দুই তারকার নাচ। আগামী ১৪ জুন সম্প্রচারিত হবে বিশেষ এই পর্ব।

সূত্র : জি২৪ঘণ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments