আ. জা. বিনোদন:
‘শততম’ ঘটনা সবসময়ই বিশেষ। এই বিশেষ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।জানতে চাওয়া হয়েছিল, জীবনে কোন ক্ষেত্রে ১০০ ভাগ সফল আর ক্ষেত্রে ১০০ ভাগ ব্যর্থ তিনি? ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে কাকে তিনি ১০০ ভাগ শক্ত প্রতিপক্ষ মনে করেন? আরও জানতে চাওয়া হয়েছিল, তার জীবনের ১০০ ভাগ গোপন কোন কথাটি আছে, যা কেউ জানে না? বাংলাভিশনের জনপ্রিয় রম্য-বিদ্রূপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’-এর ১০০তম পর্বটিতে এরকম অসংখ্য অজানা তথ্য বললেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সবচেয়ে কমবয়সী টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি বলেছেন, ১০০ রান করা নিয়ে তার জীবনের নানা মজার ঘটনাও। এতে উপস্থাপক হিসেবে সঙ্গ দিয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। ‘মিস. মিষ্টি’ সেগমেন্টে পারফর্মেন্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান সাবিকুন নাহার মুন্না। আবু হেনা রনি বলেন, ‘যেহেতু শততম পর্ব, তাই একজন সেঞ্চুরিয়ানই শততম নিয়ে মজার সব উত্তর দিতে পারবেন- সেই ভাবনা থেকেই এই আয়োজনটি। আশা করছি, সবার ভালো লাগবে।’ খায়রুল বাবুইয়ের পরিচালনায় ‘টক মিষ্টি ঝাল’-এর ১০০তম বিশেষ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে।