Friday, September 29, 2023
Homeজাতীয়বংশীবাদক রাজা আলাউদ্দিন খাঁ’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

বংশীবাদক রাজা আলাউদ্দিন খাঁ’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

২০১৮ সালের (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২ তা ৪০ মিনিটে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার, ঠোটাপাড়া গ্রামের কৃতি সন্তান  ঢাকার পল্লীবীস্থ আদর্শনগরের নিবাসী মোঃ আলাউদ্দিন খাঁ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাজধানীর পল্লবীস্থ আদর্শ নগরের নিজ বাসভবনে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

আমাদের এই রাজা মানুষকে আনন্দ দিতে কোন দিনই বেইমানি করেনি। বরং এই রাজা দেশের অসংখ্য ক্রিকেট প্রেমী, বই প্রেমীদেরকে বাংলা একাডেমীর মেলা চত্বরে ভাষা শহীদদের ভাস্কর্যের সামনের দাঁড়িয়ে আপন মনে বছরের পর বছর বাঁশি বাজিয়ে আনন্দ দিয়ে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত বংশীবাদক মোঃ আলাউদ্দিন খাঁ বিশেষ বিশেষ দিনে রাজার পোষাক পড়ে (যেমন: একুশে ফ্রেব্রুয়ারী, বিজয় দিবস এবং ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দিন) সহ রাষ্ট্রীয় কোন বিশেষ অনুষ্ঠানের দিনই কেবল এই পোষাকে নিজেকে সাজিয়ে মনে করিয়ে দিতেন বাংলার সেই নবাব সিরাজ-উদ-দৌলাকে।

এই রাজা দেশের জন্য ৮নম্বর সেক্টরে আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছেন।  দেশের মানুষকে আনন্দ দিতে রাজার পোশাক পরে এক অনুষ্ঠান শেষ করে আরেক অনুষ্ঠানে যেতেন বিনা আমন্ত্রণেই। তিনি বাঁশি বাজানো শিখেছিলেন বিখ্যাত বংশী বাদক আব্দুর রহমানের কাছ থেকে।

বংশী বাদক রাজা আলাউদ্দিন খাঁন এর ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলু বলেন, একজন আদর্শবান ব্যক্তির কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments