Wednesday, February 21, 2024
Homeজামালপুরবকশিগঞ্জে উপজেলা পর্যায়ে সিডস প্রকল্পের সমাপনী সভা

বকশিগঞ্জে উপজেলা পর্যায়ে সিডস প্রকল্পের সমাপনী সভা

নিজস্ব সংবাদদাতা : জীবীকায়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা এবং সুশীল সমাজ ব্যবস্থাকে স্থায়িত্বশীল করার মধ্যদিয়ে সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষে ৫বছর আগে শুরু হওয়া উন্নয়ন সংঘের-সীডস প্রকল্পের বকশিগঞ্জে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এম. কে এইচ মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সুলতান মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিলসহ অন্যান্য সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ। শুরুতে সভার উদ্দেশ্য বর্ননাসহ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: হামিদুল ইসলাম। সভায় বিগত ৫ বছরের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা (জীবীকায়ন) মো: মজিদুল ইসলাম। প্রকল্পের অগ্রগতির ভিডিও ডকুমেন্টেশন উপস্থাপন করেন সিডস এর প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) মো: সায়েদুল ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের বাস্তবায়িত সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরী, শিশুদের জন্ম নিবন্ধন ও বাল্যবিাবহ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সফলতার সাথে সিডস প্রকল্প বাস্তবায়ন করা হয় বলে সভা সূত্র জানায়।

Most Popular

Recent Comments