সাইফুল ইসলাম:
বাংলাদেশ ছাত্রলীগ বগারচর ইউনিয়ন শাখার প্রস্তাবিত কমিটিতে উপজেলা শাখার সভাপতির অনুমোদন না পেয়ে নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে।
গতকাল ১৪ মার্চ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় সম্মূখে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে বগারচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ নিয়ামত উল্লাহ নিয়াত বলেন বিগত ২ যুগ ধরে বগারচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের বৈধ কমিটি নেই। গত ১ জানুয়ারি ২০২১ তারিখে আমরা ছাত্রলীগের বগারচর ইউনিয়ন শাখার একটি বৈধ কমিটির জন্য বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুমোদিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ সকলেই অনুমোদনের সুপারিশ করলেও রহস্যজনক কারণে বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার স্বাক্ষর না দিয়ে তালবাহনা করে আসছে। এছাড়াও বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন শাখার প্রস্তাবিত ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি বাকিউল ইসলাম, মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম প্রমূখ। এসময় প্রস্তাবিত বগারচর ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।