বকশিগঞ্জে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার :বকশিগঞ্জে নির্মাণাধীন রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। বকশিগঞ্জের টাঙ্গারিপাড়ায় নির্মাণাধীন হেরিংবোন রাস্তার ব্যাপারে এমন অভিযোগ করেছেন স্থানীয় জনৈক ঠিকাদার। জানা যায়, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮৫ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার হেরিংবোন রাস্তার কাজ পেয়েছেন মেসার্স লেবু এ্যান্ড কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতি অভিযোগ, তারা কার্যাদেশ অনুযায়ী কাজ করছেন না। ইট বসানোর আগে রাস্তা পানি দিয়ে ভেজানো হয়নি, রোলার ব্যবহার করা হয়নি এছাড়া ইট বসানো হয়েছে ফাঁকা করে। কম্পেক্ট ছাড়াই কাজ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন গেলে ঠিকাদার জানান, শতভাগ নিয়ম মেনেই কাজ হচ্ছে। নদী থেকে ড্রেজার দিয়ে ভেজা বালি তোলে রাস্তায় ব্যাবহার করা হয়েছে। যার কারণে কম্পেক্ট করার প্রয়োজন হয় নাই। তদুপরি ওই ঠিকাদার প্রতিহিংসাবশত অমূলক অভিযোগ করেছে। এব্যাপারে বকশিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মজনু মিয়া বলেন, আমার ইঞ্জিনিয়ার একাধিকবার রাস্তাটি পরিদর্শন করেছেন। তার মতে, কাজের মান সন্তোষজনক।