সাইফুল ইসলাম:
সারাদেশে করোনা ভাইরাস রোগি বৃদ্ধির সঙ্কায় প্রশাসন থাকলেও উপজেলার দোকান মালিক ও ক্রেতারা করোনাকে আমলে নিতে চায় না।
লকডাউনের দশমদিনে বকশিগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় অভিজ্ঞমহল থেকে সাধুবাদ পেয়েছে। জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরশহরে বেশ কয়েকটি ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা আদায় করেছে নিয়ম ভেঙ্গে বিকিকিনি করার দায়ে। আইন না মানার নির্লজ্জ ক্রেতা-বিক্রেতা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ক্রেতাদের দোকানে ঢুকিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে বিকিবাট্টা করে থাকে। এ খবরে বকশিগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলার প্রাণকেন্দ্রে কয়েকটি বিপণী বিতানে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে জরিমানা গুণে ছাড়া পায়। উপজেলা প্রশাসন বিজিবি, পুলিশ, আনসারদের সহায়তা নিয়ে প্রতিটি হাটে বাজারে নজরদারী বৃদ্ধি করেছে।