নিজস্ব সংবাদদাতা:
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বকশিগঞ্জ উপজেলায় স্বপ্ন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।
উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (ঝডঅচঘঙ) স্বপ্ন প্রকল্প আন্তজার্তিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা প্রদক্ষিণ করে। স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের অংশ গ্রহনে শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউএনডিপিদর জেলা প্রতিনিধি আমীর আলী, প্রকল্প কর্মকর্তা শাহীনুর ইসলাম শাহীন (ইএসডিও) সোহান মিয়া ইএসডিও সহ আরোও অনেকেই।