নিজস্ব সংবাদদাতা:
জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করার বিষয়ে আলোচনা সভা করা হয়েছে।গতকাল ২৫ নভেম্বর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক বার) জহুরুল হক মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমূখ। আলোচনা শেষে সাদা কাপড়ে উপ¯ি’ত বীর মুক্তিযোদ্ধাদের হাতের ছাপে বাংলাদেশ মানচিত্র তৈরী করা হয়েছে। এছাড়াও আগামী ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ৫০ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন।