সাইফুল ইসলাম:
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শণী উদ্বোধন ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ৫ জুন সকালে বকশিগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠে প্রাণীসম্পদ প্রদর্শণী উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।
সূচনা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল। উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ শামছুন্নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সহকারী কমিশনা (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, গাজী মোঃ আজাদুজ্জামান প্রমূখ। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর আজাদ, বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সম্রাট, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন খান, আলহাজ গাজী মোঃ আমানুজ্জামান, বকশিগঞ্জ শিল্প ও বণিক সমিতিদর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায় সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ এনায়েত উল্লাহ। গীতা পাঠ করেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা অনুপ কুমার সিং।
বিকালে প্রদর্শণীতে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ ক্যাটাগরিতে ১২ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ৮ জনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে। দিনব্যাপি প্রদর্শণীতে অংশগ্রহণকারী খামারীগণ তাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, টার্কি, খরগোশ ও বিশেষ পাখি লাভবার্ড ইত্যাদি পশু-পাখির মাধ্যমে ২০টি স্টল হয়েছিল।