সাইফুল ইসলাম:
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী কেন্দ্রে সহিংসতায় বকশিগঞ্জ থানার ওসি সহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছে।
গতকাল ৫ জানুয়ারি বকশিগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে হট্টগোলের দরুণ বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট সহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল সহ ২ শতাধিক গুলা নিক্ষেপ করেছে। গুলার আঘাতে ১জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিক্ষুব্দ জনতা বকশিগঞ্জ থানার পুলিশের পিকাপ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এছাড়াও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের ১টি পিকাপ গাড়ী ভাংচুর সহ ভোট কেন্দ্রের মালামাল বহনের ১টি পিকাপও ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে নির্বাচনী মাঠে ৩টি মটরসাইকেল পুড়িয়ে ছারখার হয়েছে। ১টি মটরসাইকেল ভাংচুর হয়েছে। ঘটনায় ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ নাছির উদ্দীন আহম্মেদ জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ৭ জনকে আটক করা হয়েছে।