নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বকশিগঞ্জ উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর বকশিগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সূচনা বক্তব্য রেখেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, বকশিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বকশিগঞ্জ শিল্প ও বণিক সমিতিদর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক শাহীন আল আমিন, সরকার আব্দুর রাজ্জাক, জিএম ফাতিউল হাফিজ বাবু, শ্রেষ্ঠ জয়িতা তানজিলা, ফুলেরা বেগম, এনজিও প্রতিনিধি নাসরিন আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জোসনা আক্তার।