সাইফুল ইসলাম:
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্বিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল ২৬ জুলাই বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। মেলায় প্রায় ২শ প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিক্রির জন্য ২২টি স্টল রয়েছে। স্টলসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অতিথিবৃন্দ স্টল পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন, বকশিগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধী সমাজ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বকশিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ জুলাই বিকাল ৩ ঘটিকায়।