জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে অসহায়, দুস্থ, অস্বচ্ছল ও গরিবদের মাঝে যাকাত ফান্ডের ছাগল বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত রোববার ৯ জুন বিকালে উপজেলা পরিষদ চত্বরে ১০ জন হত দরিদ্র ব্যক্তির মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এসময় সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডের অর্থে মোট ৭৪ জন ব্যক্তিকে ছাগল বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জে অসহায়, দুস্থদের মাঝে যাকাত ফান্ডের ছাগল বিতরণ
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2024/06/Aj-1-2-2.jpg)