নিজস্ব প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্ত:ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় বকশীগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেন , উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার জুলেখা বেগম, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক মনিরুজ্জামান মনির সহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ৬ টি ক্যাটাগরিতে মোট ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।